আগেই আমি আমার পিতৃকুলের পরিচয় দিয়েছি।এইবার
আমার মাতৃকুলের পরিচয় পর্বে আসি।
আমার নানাবাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ
উপজেলার ১৫ নং বড়কুল(প)ইউনিয়নের অন্তর্গত জাখনি গ্রামের খান বাড়ি।
আমার নানা মাওলানা সোলায়মান খান স্থানীয়
ভাবে সবার নিকট আদর্শ শিক্ষক ও হুজুর হিসেবে পরিচিত।আশেপাশের ১০ গ্রামের মানুষ তাঁকে
বিখ্যাত ওয়াজিন হিসেবে সম্মান করে।অনেক অসুস্থতার সাথে এখনো আল্লাহর অশেষ রহমতে তিনি
বেঁচে আছেন।
আমার নানু গৃহ আবাদ করেই আল্লাহর রহমতে
সুস্থ আছেন।
মামারা ৫ ভাই ও ৫ বোন।আমার মা বোনদের মাঝে
৩য়।আমার অন্যান্য খালারা বেশ সুখের সাথেই ঘর-সংসার করছেন।
বড় মামা রফিক আহমেদ খান বাংলাদেশ নৌ-বাহিনীতে
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত আছেন।
মেঝ মামা শরিফ আহমেদ খান ও সেঝ মামা মোহাম্মদ
আজম খান উভয়েই মাধ্যমিক বিদ্যালয়ে যথাক্রমে সায়েন্স ও আর্টসের শিক্ষক।
আমার চতুর্থ মামা ফয়েজ আহমেদ খান আমাদের
বংশে একমাত্র প্রবাসী হিসেবে সৌদি আরবে কর্মরত আছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন