আমার বাবা আলহাজ মুফতি মাওলানা আবদুল কাদের।১৯৬২
সালে কচুয়ার এক সম্ভ্রান্ত ইসলামী আদর্শে বিশ্বাসী পরিবারে জন্মগ্রহন করেন।তার প্রাথমিক
শিক্ষা হতে শুরু করে শিক্ষা জীবনের শেষ পর্যন্ত ইসলামী শিক্ষায় শিক্ষিত হন।দাখিল,আলিম,ফাজিল
পরিক্ষায় সর্বোচ্চ মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি তৎকালীন সময়ের শ্রেষ্ঠ মাদরাসা সৈয়দপুর
আলিয়া মাদরাসা ও ঢাকা আলিয়া মাদরাসা হতে যথাক্রমে কামিল(হাদিস) ও কামিল(ফিকহ) ডিগ্রি
লাভ করেন।
১৯৮১ সালে মুরাদনগর ডি.আর.সরকারী উচ্চ
বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে যোগদান করেন।বর্তমানে সিনিয়র সহকারি শিক্ষক হিসেবে
দায়িত্ব পালন করছেন।তার পাশাপাশি ১৯৮৩ সাল হতে মুরাদনগর উপজেলা পরিষদ মসজিদে খতিব ও
প্রধান ইমাম হিসেবে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে দায়িত্ব পালন করে যাচ্ছেন।এছাড়াও তিনি
কুমিল্লা উত্তর এলাকায় স্বনামধন্য ইসলামী বিশ্লেষক ও বক্তা হিসেবে সুপরিচিত।
আমার আম্মা মাওলানা সাহিনা খানম।১৯৭০ সালে
প্রতিষ্ঠিত খান বাড়িতে জন্মগ্রহন করেন।বিয়ের আগে মা এস এস সি পাস করলেও বিয়ের পর বাবার
ঐকান্তিক ইচ্ছা ও প্রচেষ্টায় মাদরাসা হতে দাখিল,আলিম,ফাজিল,কামিল পাস করেন।শিক্ষা জীবনের
সর্বক্ষেত্রেই তার মেধার পরিচয় বহন করেন সব পাবলিক পরিক্ষায় স্ট্যান্ড করে।বর্তমানে
তিনি ঘরের যাবতীয় কাজেই বেশি ব্যস্ত সময় কাটান।
আমরা দুই ভাই দুই বোন।
আমার বড় বোন রাশেদা কে তালুকদার ১৯৮৭ সালের
১০ মে মুরাদনগরে জন্মগ্রহন করেন।মুরাদনগর নুরুন্নাহার বালিকা বিদ্যালয় হতে বিজ্ঞান
বিভাগে এস এস সি এবং রামচন্দ্রপুর আবদুল মজিদ কলেজ হতে এইচ এস সি পাস করে ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়ায়
বাংলা বিষয়ে বি এ অনার্স হতে ১ম শ্রেণীতে ও মাস্টার্সে ৩.৩২ পয়েন্ট নিয়ে পাশ করেন।২০১২ সালে বিবাহিত ও কর্মজীবনে প্রবেশ করে বর্তমানে তিনি কোম্পানীগঞ্জ বদিউল আলম
ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত।আমার দুলাভাই আহসানউল্লাহ তালুকদার বেসরকারি ন্যাশনাল
ব্যাংক লি.এ কর্মরত। রায়িদাতুল আহসান নামে আমার এক ভাগ্নি আছে।
আমার ছোট ভাই মোহাম্মাদ আবদুল্লাহ।১৯৯৪
সালের ১৩ আগস্ট সন্ধ্যায় মুরাদনগরে জন্মগ্রহন করে।কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল হতে
এস এস সি এবং কুমিল্লা ইস্পাহানি কলেজ হতে বিজ্ঞান বিভাগে এইচ এস সি পাস করে।উভয় পাবলিক
পরিক্ষায় সে A+ অর্জন করে।বর্তমানে চুয়েটে EEE নিয়ে অধ্যয়নরত।
আমরা এই ৩ ভাই-বোনই প্রাথমিক ও মাধ্যমিকে
বৃত্তিপ্রাপ্ত।
আমাদের আদরের ছোটবোন রাজিয়া খানম ২০০৪
সালের ২৮ জুন জন্মগ্রহন করে।বর্তমানে প্রাথমিক
বিদ্যালয়ে অধ্যয়নরত।আশা করি আমাদের একাডেমিক ধারা সে অব্যাহত রাখবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন