আমি কে?কোথা হতে এসেছি?কি আমার পরিচয়?মানুষ
কথায় বলে ব্যবহারে বংশের পরিচয়।আমি সরাসরিই দিলাম।প্রথমেই পিতৃকুল হতে শুরু করি।
আমার দাদার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার
১৪ নং আস্রাফপুর ইউনিয়নের পূর্বদিকের সীমানা নিকটবর্তী এলাকা চাঙ্গিনি গ্রামে নয়া বাড়ি।বর্তমানে
এটা চাঁদপুর-১ আসনের অন্তর্গত।
আমার দাদা মৃত মৌলভি আব্দুল লতিফ।তিনি
স্থানীয় ব্যবসা-বাণিজ্যের সাথে জড়িত ছিলেন।পাশাপাশি ইসলামের খেদ্মত ও ইসলাম সঠিক ভাবে
প্রচার করার কারনে লোকজন তাঁকে দরবেশ বলে জানতেন এবং ডাকতেন।
দাদী আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন।যদিও
মাঝে মাঝে তার অসুস্থতা তাঁকে কাবু করে দেয়।শতবর্ষী হতে আর বেশি দিন বাকি নেই।
আমার বাবা-চাচা সব মিলিয়ে ৫ জন এবং ফুফু
৩ জন।সিরিয়াল অনুযায়ী তাদের সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি।
বাবার বড় যিনি আমরা তাঁকে জ্যাঠা বলে ডাকি।তিনি
বর্তমানে উপজেলা খাদ্য অফিসে সিনিয়র ইন্সপেক্টর হিসেবে কর্মরত।
আমার বাবার পড়ে যিনি তার নাম প্রফেসর ড.আবদুল
মালেক।তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্যের অধ্যাপক।
তারপর যিনি তার নাম প্রফেসর এ.কে.এম.আবদুল
খালেক।তিনি বিক্রমপুর আদর্শ ডিগ্রি কলেজে কর্মরত।
আমার ছোট কাকার নাম এডভোকেট মোহাম্মদ আবদুস
সাত্তার।সুপ্রিমকোর্টের আইনজীবী হিসেবে আইন ব্যবসা করছেন।তিনি রাজউকের আইন পরামর্শকও।
এদের সবাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র
ছিলেন।
আর ফুফুরা সবাই তাদের পরিবারের সাথে সুখেই
আছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন