সোমবার, ৩১ মার্চ, ২০১৪

"সবাই একরকম না।"



অনেক কষ্টে একটা বাসে উঠে তার থেকেও অনেক বেশি কষ্ট করে একটা সিট দখল করে যুদ্ধজয়ী রাজার মতো আশপাশে তাকাতেই দেখি সামনে একটা মেয়ে দাড়িয়ে আছে।

দেখে মনটাই খারাপ হয়ে গেল। কারণ এতো কষ্টে অর্জিত সিটও ছাড়তে ইচ্ছে হচ্ছিল না আবার একটা মেয়ে এভাবে কষ্ট করে দাড়িয়ে যাবে আর আমি আরাম করবো এটাও মেনে নিতে পারছিলাম না।

শেষ পর্যন্ত বাসের ভিড় দেখে মনে হলো ওনাকেই বসতে দেওয়া উচিত। কারণ উনি একজন মেয়ে আর স্বাভাবিকভাবেই তার কিছুটা সমস্যা হচ্ছিলো।...

তাই উঠে ওনাকে সিট ছেড়ে দিতেই উনি আস্তে করে ধন্যবাদ বলে বসে পড়লেন। কিছুদূর যেতেই পাশের সিটে বসা লোকটা নেমে যেতেই আরেকটা ছেলে বসতে যাচ্ছিল। আমি কিছুটা পিছনে দাড়িয়ে দেখছিলাম।

তখন হঠাৎ দেখি মেয়েটা ওই ছেলেটাকে বলল "ভাইয়া কিছু মনে করবেন না। আমার সাথে আরেকজন আছে। এখানে তাকে বসাতে চাচ্ছিলাম।"

যেহেতু মেয়েটা এতো ভদ্রভাবে বলেছে তাই ছেলেটাও ভালভাবেই উঠে গেল।

ছেলেটা উঠে যেতেই আমি প্রচন্ড অবাক হলাম। কারণ মেয়েটা আমাকেই ইশারায় বসতে বলছিল। আর অবাক হওয়ার কারণ হচ্ছে, এই পর্যন্ত অনেককেই সিট দিয়েছি কিন্তু কেউ কখনোই এইভাবে বসার ব্যাবস্থা করে দেয় নি।

এতোটাই অবাক হয়েছিলাম যে ওনাকে ধন্যবাদও দিতে পারি নি। তাই তাকে এখন ধন্যবাদ জানাচ্ছি (যদিও জানি না সে লেখাটা দেখবে কিনা তাও)।

মাঝে মাঝে অভিমান করে বলি মেয়ে সব খারাপ। কিন্তু আজকে বলতে ইচ্ছে করছে "সবাই একরকম না।"

বি.দ্র: অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে কেন আমি কোন বৃদ্ধকে বসতে না দিয়ে একটা মেয়েকেই বসতে দিলাম। তাদের জানাচ্ছি যে বাসে সেরকম বয়স্ক কোন লোক দাড়িয়ে ছিল না।